রূপসা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলার ১নং আইচগাতী ইউনিয়ন ও দেয়াড়া ওয়ার্ড শাখার উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য শীর্ষক ইফতার পূর্ব আলোচনা সভা ১৪ মার্চ শুক্রবার দেয়াড়া খান বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে (অগ্রদুত মাঠ) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রমজান ও যাকায়াতের তাৎপর্য তুলে ধরে কোরআন হাদিসের আলোকে প্রধান অতিথির আলোচনা করেন জামায়াতে ইসলামী খুলনা জেলা নায়েবে আমির ও খুলনা-৪ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। আইচগাতী ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ মোঃ হেকমত আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওঃ মোঃ আবুল কালামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ লবিবুল ইসলাম, আইচগাতী ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ ইকবাল আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন রোকনে জামায়াত মাওঃ নুরুল নবী, নাসির উদ্দিন, আব্দুল হাই, ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ কবিরুল ইসলাম, মুরাদ হোসেন বিলাল, রফিকুল ইসলাম, মুজিবুর রহমান, নুরুন নবী আহম্মদ হোসাইন, আব্দুর রহমান, ইউনিয়ন শ্রমিক সভাপতি মোঃ নাসির উদ্দিন, মাহাবুব আলম প্রমুখ। অনুষ্ঠানে
দোয়া মোনাজাত পরিচালনা করেন আইচগাতী ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ শত শত মুসল্লীগণ উপস্থিত ছিলেন।