1. admin@subornonews.net : admin :
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা পালনের প্রত্যাশা – ডাঃ আব্দুল মজিদ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার বিএনপির – আজিজুল বারী হেলাল সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালুর ক্ষমতা নেই ইসির: সিইসি মা ইলিশ সংরক্ষণে আমতলীতে সচেতনতা সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে যুক্ত হলো ফিলিস্তিনের নাম যশোর কোতয়ালী থানার যাবজ্জীবন সা*জাপ্রাপ্ত আ*সামি গ্রে*ফতার এবারের দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতি পেল ফিলিস্তিন আমতলীতে আসন্ন দুর্গাপূজা পালনে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত রূপসায় আজিজুল বারী হেলাল : বিএনপি হলো স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষা কবচ

চাঁদার টাকা নেয়ার সময় দুইজন গ্রেফতার,থানায় মামলা

সবুর্ণ নিউজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৬৪ বার পঠিত

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় চাঁদার টাকা নেয়ার সময় এলাকাবাসী দু’জনকে আটক করে পুলিশে দিয়েছে। জানাযায় রবিবার সকালে ব্যবসায়ীর নিকট থেকে উপজেলার গড়ইখালীর গাংরক্ষি বাজারে চাঁদার টাকা নিতে এলে এ ঘটনা ঘটেছে। চাঁদার টাকা নেয়ার সময় আটককৃতরা হলো দাকোপ উপজেলার নলিয়ানের খোকন গাজীর ছেলে জামিরুল গাজী (২৮) ও একই গ্রামের সায়েম খানের ছেলে বাপ্পী খান রানা(২৮)। এলাকাবাসী আরও জানান তারা দুইজনই সুন্দরবনের জলদস্যু। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
থানায় মামলা সুত্রে জানাগেছে, সপ্তাহখানেক আগে গত রবিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে গাংরক্ষি বাজার সংলগ্ন চিংড়ি ঘেরের বাসা থেকে কুমখালীর ব্যবসায়ী সুকুমার মন্ডল’কে আটককৃত জামিরুল ও বাপ্পি ডেকে নিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে জামিরুল ও বাপ্পি সুকুমারের দোকান থেকে নগদ কিছু টাকা ও মোবাইল নিয়ে চলে যায়।
পরে তারা বাকি টাকা না দিলে পরিনতি ভালো হবে না এমন হুমকি দিয়ে চলে যায়। সর্বশেষ এ চক্রটি আবারও একই স্টাইলে শনিবার গভীর রাতে দু’উপজেলা সিমান্ত হড্ডা মিষ্টি পুকুর সংলগ্ন শিবসা নদীর পাড় থেকে স্থানীয় মৃতঃ চিব্রত বিশ্বাস এর ছেলে মৎস্যজীবী বিশ্বজিৎ বিশ্বাস-কে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে বিশ্বজিৎ জানান, “আমি মুলত সুন্দরবনে মাছ-কাঁকড়া ধরে জীবন কাটাই। দুর্বৃত্তরা রাত ৩ টার দিকে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাতে থাকে। সকাল হলে আমাকে নিয়ে গাংরক্ষি বাজারের ছলের চা দোকানে আসে। এ সময় তাদের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ সৃষ্টি হয়। এক পর্যায়ে সুকুমার মন্ডল ঘটনাস্থলে এসে এদেরকে সনাক্ত করলে এলাকাবাসী দু’জনকে আটক করে পুলিশ’কে জানায়। বাইনবাড়ীয়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই আঃ আহাদ এ দু’জন-কে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন। এ ঘটনায় পালাতক দু’ব্যক্তিসহ আটক জামিরুল ও বাপ্পী-র বিরুদ্ধে ব্যবসায়ী সুকুমার মন্ডল বাদী হয়ে থানায় চাঁদাবাজির মামলা করেছেন। ওসি মোঃ সবজেল হোসেন জানান, এ ঘটনায় আরও কারা-কারা জড়িত আছে সে জন্য ধৃতদের জিগাজ্ঞাসাবাদ চলচ্ছে। তিনি আরোও জানান, দাকোপ থানায় বাপ্পী-র বিরুদ্ধে ৩টি চুরি ও ১টি মাদকের মামলা আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ সুবর্ণ নিউজ
Theme Customized BY LatestNews