1. admin@subornonews.net : admin :
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা পালনের প্রত্যাশা – ডাঃ আব্দুল মজিদ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার বিএনপির – আজিজুল বারী হেলাল সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালুর ক্ষমতা নেই ইসির: সিইসি মা ইলিশ সংরক্ষণে আমতলীতে সচেতনতা সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে যুক্ত হলো ফিলিস্তিনের নাম যশোর কোতয়ালী থানার যাবজ্জীবন সা*জাপ্রাপ্ত আ*সামি গ্রে*ফতার এবারের দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতি পেল ফিলিস্তিন আমতলীতে আসন্ন দুর্গাপূজা পালনে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত রূপসায় আজিজুল বারী হেলাল : বিএনপি হলো স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষা কবচ

রমজানকে কেন্দ্র করে মাছের আড়তে উপচে পড়া ভীর

সবুর্ণ নিউজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১১৯ বার পঠিত

মোঃ রোমান আকন্দ,
গাইবান্ধা সদর উপজেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সিচা পাঁচপিরে রমজানকে কেন্দ্র করে জমে উঠছে চাষের মাছের বাজার।যা সাধারন মানুষের কাছে চালানি মাছের বাজার নামেই পরিচিত। সকাল গড়িয়ে দুপুর হলেই মাছ চাষীরা এবং পাইকারদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে চাষের মাছের আড়ত।পার্শবর্তী কোন নদী না থাকায় স্থানীয় খামারীরা পুকুরে চাষ করে থাকে বিভিন্ন প্রজাতির মাছ।রমজান মাস হওয়ায় দাম ভালো পেয়ে খুশি মাছ চাষীরা।

সরজমিনে সদর উপজেলার সিচা পাঁচপির বাজার থেকে একটু দুরে উপস্থিত হলে চোখে পড়ে মাছ বিক্রি করতে আসা খামার চাষী, পাইকার ও মাছ কিনতে আসা লোকদের উপচে পড়া ভীড়।পুকুর থেকে পিকাপ গাড়ীতে করে মাছ ধরে নিয়ে এসে বিক্রি করার দৃশ্য বেশ আকর্ষনীয়।বিভিন্ন মাছের আকার ও ধরণের উপর নির্ভর করে বিক্রি হচ্ছে বিভিন্ন দামে।

পুকুরে মাছ চাষী এক ব্যক্তির সাথে কথা হলে তিনি জানান,
আমি একজন সফল খামার চাষী। আমার বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায়।আমার ছোট থেকে সখ ছিলো সফল উদ্দোক্তা হওয়ার। এখন আমি বিভিন প্রজাতির মাছ চাষ করে সফল হয়েছি।এবছর রমজানে মাছের চাহিদা বেশি। একটু দাম বেশি পাওয়ায় আশার আলো দেখছি।

হালিম নামে এক পাইকারের সাথে কথা হলে তিনিও জানান, রমজান মাসকে কেন্দ্র করে এবছর মাছের বাজার বেজায় গড়ম।পাইকারদের পাশাপাশি সাধারন মানুষও এসেছে মাছ কিনতে। এতে করে লোক সমাগম বেশি হওয়ায় বেশি দামে কিনতে হচ্ছে মাছ।প্রতি ধরা মাছ বিক্রি হচ্ছে মুসা – ৭৫০ টাকা,সিলফর বড় – ৮০০ টাকা,পাঙ্গাশ – ৮০০ টাকা,কই – ১০০০ টাকা।

মাছ কিনতে আসা অনেকে জানান,এ রমজানে চালানী মাছের দাম খুব চড়া।দেশিয় প্রজাতির নদীর মাছ না পাওয়ায় বেশি দামে চালানী মাছ কিনতে হচ্ছে আমাদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ সুবর্ণ নিউজ
Theme Customized BY LatestNews