নুরুল আমিন ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার কচাকাটায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক মিষ্টি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এসময় একটি সুই সাইড নোট ও মৃত ব্যক্তির মোবাইলে ধারণকৃত ভিডিও বার্তা উদ্ধার করে পুলিশ।
ওই ব্যবসায়ীর নাম সুরজিৎ মন্ডল। সে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সমাধী নগড় ইউনিয়নের আগপোটরা গ্রামের গোবিন্দ মন্ডলের ছেলে।
সে দীর্ঘদিন থেকে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানায় অর্পিতা সুইটস নামের একটি দোকান পরিচালনা করে আসছেন।
কচাকাটায় সকালে স্থানীরা তার মিষ্টি তৈরীর ঘরের ধরনার সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাকে।
খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে কচাকাটা থানার পুলিশ।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম জানান, আত্মহত্যাকারী ব্যবসায়ীর ভিডিও বার্তা ও সুসাইড নোট উদ্ধার করা হয়েছে।
সুইসাইড নোটে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেন নাই।
মোবাইলের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যাওয়ায় ভিডিও রেকর্ডটি দেখা সম্ভব হয়নি।
তদন্ত শেষ হলে তার আত্মহত্যার সঠিক কারণ জানা যাবে।