নিজস্ব প্রতিবেদক
তারুণ্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যুব সমাজ কাজ করে যাচ্ছে। আগামী দিনে সুন্দর দেশ ও সমাজ গড়বে যুবকরাই।
সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে সমাজের অনেক যুবকরাই ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এগিয়ে আসছে।
সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে রয়েছেন মহিউদ্দিন লিটু নামে এক যুবক। তিনি খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্ত সেনা গ্রামের বাসিন্দা।
তরুন এ ব্যবসায়ী সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
রমজানের শুরুতেই রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। এছাড়া
অসহায় দরিদ্রের মাঝে তিনি সাধ্যমত সহযোগিতা করে আসছেন।
মাদক থেকে যুবকদের দূরে রাখার জন্য ক্রীড়া ক্ষেত্রে রয়েছে তার বিশেষ অবদান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করে আসছেন। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে রয়েছে তার সুসম্পর্ক বলে দলীয় নেতাকর্মীরা জানায়। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে সাধ্যমত সামাজিক ও দেশ উন্নয়নে কাজ করে যাবেন বলে তিনি জানান।