রুপসা প্রতিনিধি: রূপসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী টিএসবি ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান আগমন উপলক্ষে স্বাগত মিছিল পরবর্তী পথ সভা আজ সন্ধ্যায় উপজেলা সদরে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়তের আমির প্রফেসর আসাদুজ্জামানের সভাপতিত্বে মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা: রেজাউল কবির খান। সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম রসুলের পরিচালনায় বক্তৃতা করেন জামায়াত নেতা আব্দুল মান্নান, আবুল বাশার, হাফেজ মাওলানা আব্দুল গফফার।
বক্তারা বলেন পবিত্র রমজানে সকল ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখতে হবে, অশ্লীলতা সম্পূর্ণ বন্ধ করতে হবে, তাছাড়া সকল ধরনের সিন্ডিকেট বন্ধ করা সহ হোটেল রেস্তোরাঁ না খোলার পরামর্শ দেন বক্তারা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ হারুন অর রশিদ, হাফেজ হেদায়েতুল্লাহ, মোঃ মইনুদ্দিন, মোঃ মনিরুজ্জামান, মিজানুর রহমান, হেকিম সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিবৃন্দ এ মিছিলে অংশগ্রহণ করেন।