সুবর্ণ নিউজ ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতকে পরিষ্কার করে বলতে চাই-বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান, আগে তিস্তার পানি দেন। সীমান্ত হত্যা বন্ধ করেন।
সোমবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে লালমনিরহাটে তিস্তা রেল সেতু পয়েন্টে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শীর্ষক তিস্তা পাড়ে ৪৮ ঘণ্টা লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে বাংলাদেশকে ভারতের কাছে বেচে দিয়েও তিস্তার একফোঁটা পানি আনতে পারে নাই। এখন বাঁচা মরার নতুন লড়াই শুরু হয়েছে। তিনি আরও বলেন, ভারত একদিকে পানি দেয় না, অন্যদিকে বাংলাদেশের শত্রু হাসিনাকে বসিয়ে রেখেছে।
তিনি বলেন, তিস্তা বাঁচাতে আন্দোলন শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। অন্তর্বর্তী সরকারকে ভারতের কাছে তিস্তার ন্যায্য পানি চাইতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচন চায়, কারণ নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে।
ছবি সংগৃহিত